৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ৬:৫০ পিএম

এ সম্পর্কিত আরও খবর

করিম খানের বিরুদ্ধে ফের যৌন হয়রানির অভিযোগ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ৬:৫০ পিএম

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানের বিরুদ্ধে আরেক নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। ওই নারী অভিযোগ করেছেন, তার আইনজীবী জীবনের শুরুর দিকে করিম খান অসদাচরণ করেছিলেন। যৌন হেনস্তা করেছেন। বারবার যৌন সম্পর্কে জড়ানোর চাপ দিয়েছেন।

গত বছর আইসিসিরই এক কর্মী প্রথমবারের মতো করিম খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এ নিয়ে তদন্ত চলায় করিম খান আইসিসির প্রসিকিউশন ডিভিশনের প্রধানের দায়িত্ব থেকে সাময়িকভাবে দূরে আছেন। তিনি যেকোনো ধরনের যৌন অসদাচরণের অভিযোগ অস্বীকার করেছেন। করিম খানের বিরুদ্ধে ওঠা প্রথম অভিযোগের তদন্ত করছে জাতিসংঘের একটি নজরদারি সংস্থা। এই তদন্ত চলার সময়ই দ্বিতীয় আরেকজনের কাছে থেকে অভিযোগ পান তদন্তকারীরা।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় নারীর অভিযোগ অনুযায়ী, যৌন হয়রানির ঘটনাটি ঘটে ২০০৯ সালে। তখন ওই নারী করিম খানের অধীনে বিনা বেতনে ইন্টার্ন করতেন। করিম খান তখন নেদারল্যান্ডসের হেগে আইসিসি ও অন্যান্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী ছিলেন।

গার্ডিয়ানকে অভিযোগকারী বলেছেন, করিম খান তাঁর ওপর ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করেছিলেন। তিনি প্রতিনিয়ত হেনস্তা করতেন। সম্প্রতি (গত বছর) এক নারীর অভিযোগের খবর পাওয়ার পর তিনিও তাঁর সঙ্গে ঘটে যাওয়া বিষয় নিয়ে মুখ খোলার সিদ্ধান্ত নেন। তবে করিম খানের আইনজীবীরা দুটি অভিযোগই মিথ্যা বলে দাবি করেছেন। বলেছেন, তিনি (করিম খান) কোনো ধরনের যৌন অসদাচরণে লিপ্ত হননি। করিম খানও এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

৫৫ বছর বয়সী করিম খান ২০২১ সালে ৯ বছরের মেয়াদে আইসিসির প্রধান প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন। তিনি দায়িত্ব নেওয়ার পর আইসিসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। করিম খান ও তাঁর প্রতিনিধিরা বলছেন, নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কারণেই এসব অভিযোগ আনা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x