দীর্ঘ ঈদের ছুটি শেষে আবারো কর্মচঞ্চল হয়ে উঠেছে সাভারের শিল্পাঞ্চল। শ্রমিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সাভারের চিরচেনা কর্মময় পরিবেশ। ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় ১০ দিনের দীর্ঘ ছুটি কাটিয়ে আজ থেকে শতভাগ কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে।
সাভার আশুলিয়ার বিভিন্ন ঘুরে দেখা গেছে আজ সকাল ৮টা থেকেই প্রায় সব কারখানায় শ্রমিকরা পুরোদমে কাজ শুরু করেছেন। গত ১৫ জুন থেকে সাভারের অধিকাংশ পোশাক ও অন্যান্য কারখানায় উৎপাদন শুরু হলেও, কিছু শিল্পপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আজ থেকে শতভাগ কারখানায় পুরোদমে কাজ শুরু হয়েছে। শ্রমিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সাভারের চিরচেনা কর্মময় পরিবেশ। তবে শুধু কারখানাই নয়, সাভারের জনজীবনও ফিরে পেয়েছে তার স্বাভাবিক ছন্দ। ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় সবধরনের দোকানেই ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা বেড়েছে। ঈদযাত্রায় কিছুটা ভোগান্তি থাকলেও লম্বা ছুটি কাটিয়ে শ্রমিকদের চোখে মুখে ছিল প্রশান্তির ছাপ। ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ফিরে এসেছেন কর্মস্থলে।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক মিজানুর ইসলাম বলেন, ঈদের ছুটিটা খুব ভালো কাটল। পরিবার-পরিজনের সাথে অনেক দিন পর দেখা হলো। এখন আবার কাজ শুরু করেছি। একটু ক্লান্তি লাগছে, কিন্তু মনটা ভালো।
বাইপাইল এলাকায় ফাউন্টেন গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানার নারী পোশাক শ্রমিক রেহেনা বেগম বলেন, প্রায় এক সপ্তাহ বাড়িতে ছিলাম। বাবা-মা, ভাই-বোন সবার সাথে ঈদের আনন্দ করেছি। এখন আবার কাজে ফিরতে পেরে ভালোই লাগছে। কাজ না করলে তো আর পেটের ভাত জুটবে না। এখানে অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে। ভালোই লাগছে।
জামগড়া এলাকার সিফাত নামের এক মুদি দোকানদার বলেন, ঈদের সময় তো ব্যবসা মোটামুটি বন্ধই ছিল। শ্রমিকরা না থাকলে কাস্টমারও থাকে না। আজ সকাল থেকেই আবার বিক্রি বাড়তে শুরু করেছে। দোকানপাট সব স্বাভাবিক হয়ে গেছে।
ফাউন্টেন গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং লিমিটেড মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আশিকুর রহমান জানান, ছুটির পর শ্রমিকদের উপস্থিতি সন্তোষজনক এবং উৎপাদনপ্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে। তিনি আরো বলেন, ঈদের ছুটির পর আমরা আশা করেছিলাম শ্রমিকদের উপস্থিতি একটু কম হতে পারে। কিন্তু দেখলাম প্রায় সবাই সময় মতো চলে এসেছে। এখন পুরোদমে উৎপাদন চলছে। আমাদের টার্গেট অনুযায়ী কাজ হচ্ছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, সকালে ছোট ছোট সমস্যা তৈরি হয়েছিল, সেগুলো সমাধান করা হয়েছে। জনবল নিয়োগ শুরু হয়েছে আবার কিছু ছাঁটাই হচ্ছে এনিয়ে কিছু কারখানার সামনে ভিড় রয়েছে। তবে সব কিছুই স্বাভাবিকভাবে চলছে। ফোর্স মোতায়েন আছে।