২৩ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ৪:১৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণের আংটিসহ নারী আটক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ৪:১৬ পিএম
কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণের আংটিসহ নারী আটক

২০০টি স্বর্ণের আংটিসহ চোরাকারবারি সন্দেহে পাবনার বেড়ায় এক নারীকে আটক করেছে কাজিরহাট নৌ-পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত নারী করুনা খাতুন (২৫) মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাহাক আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাজিরহাট লঞ্চঘাট থেকে আরিচা যাওয়ার সময় করুনা নামের ওই নারীর চলাচলে ঘাট কর্তৃপক্ষের সন্দেহ হয়। তিনি নিয়মিত কাজিরহাট লঞ্চঘাট দিয়ে পার হতেন। ওই দিন তার আচরণে বিশেষ অসঙ্গতি লক্ষ করা গেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখে স্থানীয়রা। পরে কাজিরহাট নৌ-পুলিশ এসে লঞ্চঘাট পন্টুনের ওপরই জনসমক্ষে অভিযুক্ত নারীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণ বিশেষভাবে তুলায় মোড়ানো অবস্থায় ছিল, যাতে সহজে চোখে না পড়ে।

পুলিশের ধারণা, এটি একটি বড় চোরাচালান চক্রের অংশ হতে পারে। কারণ আটককৃত নারী স্বর্ণের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার জানান, সন্দেহকৃত নারীকে আটকের পর আমরা ঘটনাস্থলের ঘাটের হোটেলের এক নারীকে দিয়ে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছে থাকা একটি লাল ব্যাগ থেকে বিশেষভাবে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০০টি স্বর্ণের আংটি পাওয়া যায়। আমরা ঘটনাস্থলেই একজন স্বর্ণকারকে ডেকে এনে স্বর্ণ পরীক্ষা ও ওজন দিই। এতে আংটিগুলোর ওজন ৪৮ ভরি ১৪ আনা। যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৫৬ লাখ ৮০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

তিনি আরো জানান, পরে অভিযুক্ত নারীকে আমিনপুর থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও তিনি জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x