৮ জুলাই ২০২৫ মঙ্গলবার
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ৩:২১ পিএম

এ সম্পর্কিত আরও খবর

কানাডায় চাকরির সংকট: প্রবাসীদের দীর্ঘ লাইনের ভিডিও ভাইরাল

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ৩:২১ পিএম

কানাডায় শত শত ভারতীয় এবং অন্যান্য বিদেশি ছাত্রছাত্রীকে একটি সাধারণ কর্মসংস্থান মেলায় চাকরির জন্য লাইনে দাঁড়াতে দেখা গেছে। কানাডায় বসবাসকারী এক ভারতীয় নারী ইনস্টাগ্রামে চাকরি মেলার বাইরে আবেদনকারীদের দীর্ঘ লাইনের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি আপলোডের পরপরই ভাইরাল হয়।

শনিবার (২৮ জুন) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে কর্মসংস্থানের তীব্র প্রতিযোগিতা তুলে ধরেছেন ওই নারী। ভিডিও ক্লিপে তিনি অনেক ভারতীয়ের মধ্যে প্রচলিত ধারণার কথা তুলে ধরেছেন। বলেছেন, অনেকে মনে করেন বিদেশ প্রচুর চাকরির সুযোগ, উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা দেয়। আসলে কানাডায় বহু আন্তর্জাতিক ছাত্রছাত্রী চ্যালেঞ্জিং বাস্তবতার মুখোমুখি হন।

ভিডিওতে ভারতীয় নারী বলেন, আমাদের জো ভারতীয় বন্ধুরা, তোমাদের আত্মীয়স্বজন হ্যায় জিনকো লাগতা হ্যায় কি কানাডা মে অনেক চাকরি অর পয়সা হ্যায়, উনকো ইয়ে ভিডিও দেখান। এরপর তিনি কর্মসংস্থান মেলার বাইরে চাকরিপ্রার্থীদের দীর্ঘ লাইন দেখান। তিনি জানান, চাকরির এ সুযোগ একটি মৌলিক ইন্টার্নশিপের জন্য এবং মাত্র ৫ থেকে ৬ জনকে নিয়োগ করা হবে। এটাই কানাডার বাস্তবতা। যদি আপনি এর জন্য প্রস্তুত থাকেন, তাহলে কানাডায় আসুন – অন্যথায় ভারতই ভালো।

পোস্টটির ক্যাপশনে লেখা আছে, বিদেশে জীবন সবসময় স্বপ্নের মতো হয় না। কখনও কখনও এটি কেবল… দীর্ঘ লাইন। ভাইরাল হওয়া এই ক্লিপটি কানাডায় চাকরির সংকট এবং ক্রমবর্ধমান বেকারত্বের কথা তুলে ধরে। এটি অভিবাসী এবং বিদেশে যেতে আগ্রহী উভয়পক্ষের কাছ থেকে প্রতিক্রিয়ার ঝড় তুলেছে।

একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, মানুষকে সত্য জানানোর প্রথম ভিডিওটি দেখলাম। অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা কানাডায় চলে যাওয়ার জন্য মানুষকে ভুল তথ্য এবং ধারণা দেওয়ার চেষ্টা করছেন। অন্য একজন মন্তব্য করেছেন, টরন্টোতেও একই অবস্থা। এমনকি বেঁচে থাকার চাকরির জন্যও দীর্ঘ অপেক্ষা করতে হয়। যতক্ষণ না তারা বাস্তবতা দেখে ততক্ষণ সবাই মনে করে এটি সুযোগের দেশ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x