স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সুরক্ষা সেবা বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কারা অধিদপ্তর। এই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক পদে নতুন নিয়োগ পেয়েছেন কর্নেল মো. তানভীর হোসেন। তিনি বর্তমান অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালের দ্বিতীয় অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে তিনি যোগদান করেন।
২০২৫ সালের ২০ এপ্রিল, রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কর্নেল মো. তানভীর হোসেনকে এই পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মো. তানভীর হোসেন এর আগে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ ও শৃঙ্খলা রক্ষায় সুনাম রয়েছে।
কারা প্রশাসনের আধুনিকায়ন, মানবাধিকার নিশ্চয়ন এবং বন্দিদের দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা এবং সংশোধনাগার ব্যবস্থাপনায় কারা অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে কর্নেল মো. তানভীর হোসেনের নিয়োগে এ খাতে ইতিবাচক পরিবর্তনের আশা করছে সংশ্লিষ্ট মহল।