কিছুদিনের মধ্যেই জাতীয় নির্বাচনের ঘোষণা আসবে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের ঘোষণা আসবে। সবাই ভোট দিতে পারবে।
এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশন পরিচালনা করবে। আমি শুধু সরকারের নিয়ত বা সদিচ্ছার কথা বলতে পারি। আমাদের লক্ষ্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া। এটা প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস আমাদের সবসময় বলেন।
২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলেন, ওই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি এতে দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে। আপনারা সাংবাদিকরা অনুসন্ধান করলে অনেক ভয়াবহ তথ্য পাবেন সে নির্বাচন নিয়ে।
তিনি বলেন, ২০০৮-এর নির্বাচন নিয়েও ভয়াবহ তথ্য রয়েছে। তবে আগামী নির্বাচনটি অনেক ভালো নির্বাচন হবে। জিজ্ঞেস করা হয়, “সামনের নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে তো?” জবাবে আসিফ নজরুল বলেন, “অবশ্যই পারবে। সবাই ভোট দিতে পারবে। ড. আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। বিশেষ করে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন।
হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাসহ প্রায় ১৬ হাজার মামলা এরইমধ্যে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে কয়েক হাজার রাজনৈতিক নেতা, কর্মী এবং সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছে। আইন উপদেষ্টা বলেন, এ সরকারের সংস্কার কার্যক্রম পরবর্তী সরকার এসে অবশ্যই ধরে রাখবে।