২৭ অক্টোবর ২০২৫ সোমবার
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ৩:৩৯ পিএম

এ সম্পর্কিত আরও খবর

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ৩:৩৯ পিএম
কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত

‎কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

আজ রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক বাহার উদ্দিন বানু (৩০) এবং যাত্রী আতিকা খাতুন (১৫)। বাহার উদ্দিন ভুরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা এবং আতিকা রায়গঞ্জ এলাকার বাসিন্দা। জানা গেছে, আতিকা তার পরিবারের সঙ্গে সোনাহাট স্থলবন্দরে ঘুরতে এসেছিলেন। আহতরা হলেন আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা। তারা সবাই একই অটোরিকশায় ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি সোনাহাটগামী ডাম্প ট্রাক ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক বাহার উদ্দিন মারা যান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কিশোরী আতিকার মৃত্যু হয়।

‎ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

‎ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x