৮ জুলাই ২০২৫ মঙ্গলবার
প্রকাশ : ২ জুলাই ২০২৫, ১০:২৯ পিএম

এ সম্পর্কিত আরও খবর

কুমিল্লা থেকে ইস্যু হওয়া আসিফের দুই অস্ত্রের লাইসেন্স

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ১০:২৯ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দু’টি অস্ত্রের লাইসেন্স‘ নিয়েছেন কুমিল্লা থেকে। অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য যে ক’টি যোগ্যতা দরকার সেগুলো আসিফের না থাকলেও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও উপদেষ্টা ক্যাটাগরিতে তিনি লাইসেন্স পেয়েছেন।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের আবেদনের প্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে এই দু’টি অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর ১২৫৪ নং পিস্তলের লাইসেন্স ইস্যু হয়েছে। আর শটগানের লাইসেন্স নং-১৬৯১। এটিও গত বছরের ৩ ডিসেম্বর ইস্যু করা হয়।

অস্ত্র আইনে বলা হয়েছে, ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য বয়স ৩০ থেকে ৭০ বছর থাকতে হবে। কিন্তু আসিফ মাহমুদের বয়স ২৫ বছর ১১ মাস ১৮ দিন। এছাড়া পিস্তল, রিভলবার ও রাইফেলের ক্ষেত্রে আবেদনের আগের তিন অর্থ বছর ধারাবাহিকভাবে তিন লাখ টাকা আয় কর দিতে হয়। আর শটগানের ক্ষেত্রে ১ লাখ টাকা আয় কর দিতে হয়। এছাড়া অস্ত্র আইনে বলা হয়েছে, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমমর্যাদাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে আয়কর পরিশোধে বাধ্যবাধকতা থাকবে না। তাদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতাও থাকবে না।

গত রোববার উপদেষ্টা আসিফ মাহমুদ মারাক্কেশ ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২৫ অনুষ্ঠানে যোগদান করতে তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ নম্বর ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কোতে যাচ্ছিলেন। হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রি-বোর্ডিং স্ক্রিনিং করার সময় তার সঙ্গে থাকা পাউচের (ছোট ব্যাগ) মধ্যে অ্যামোনেশন ম্যাগাজিন পাওয়া যায়। শনাক্তের পর ব্যাগ থেকে ম্যাগাজিনটি বের করে তিনি তার প্রোটোকল অফিসারের কাছে জমা দেন এবং নিরাপত্তাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন।

আন্তর্জাতিক সিভিল এভিয়েশন (আইকাও), বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অ্যারোনটিক্যাল পাবলিকেশন ইনফরমেশন (এআইপি), হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) ডেঞ্জারাস গুড রেগুলেশনের মধ্যে কেবিন ব্যাগেজে ম্যাগাজিন বহন নিষিদ্ধ। তবে লক্‌ড প্যাকেজে ও প্যাকিং নীতি মেনে আগে ঘোষণা দিয়ে চেক-ইন লাগেজে গুলি ও ম্যাগাজিন নেয়া যায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x