২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ২ জুন ২০২৫, ১০:০৩ পিএম

এ সম্পর্কিত আরও খবর

কেন আদালতের শরণাপন্ন কমল হাসান! নতুন সিনেমা মুক্তি পাবে তো?

প্রকাশ : ২ জুন ২০২৫, ১০:০৩ পিএম

কন্নড় ভাষাকে অপমান করার অভিযোগের জেরে তীব্র বিতর্কের মুখে পড়েছেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান। তার একটি মন্তব্য ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলেও, ক্ষমা চাইতে রাজি নন এই কিংবদন্তি অভিনেতা। তার দাবি, ভালোবাসা এবং শ্রদ্ধা থেকেই তিনি ওই কথা বলেছেন। এই বিতর্কের প্রভাব পড়েছে তার আসন্ন সিনেমা ‘ঠগ লাইফ’-এর মুক্তির উপরও। আগামী ৫ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তার আগেই কর্নাটকে ছবিটি নিষিদ্ধ করার দাবি উঠেছে। এই পরিস্থিতিতে অভিনেতা নিজেই কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যাতে ছবি মুক্তির ক্ষেত্রে কোনো সমস্যায় না পড়তে হয়।

প্রকাশ্যে ক্ষমা চাওয়া প্রসঙ্গে কমল হাসানের মত, তিনি যদি ভুল করে থাকেন তবেই ক্ষমা চাইবেন। তবে বর্তমানে যে বিষয় নিয়ে চর্চা চলছে, তাতে ক্ষমা চাওয়ার মতো কিছুই হয়নি বলে তিনি মনে করেন। কমলের কথায়, ‘আমাকে আগেও এমন হুমকি দেওয়া হয়েছে। যদি আমি কোনো ভুল করে থাকি, তবে নিশ্চয়ই ক্ষমা চাইব। আর যদি ভুল না করি, তাহলে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই।

কমল হাসানের প্রযোজনা সংস্থা ‘রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল’-এর প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দাখিল করা আবেদনে, তিনি আদালতের কাছে কর্নাটকের সরকার, পুলিশ বিভাগ এবং চলচ্চিত্র বাণিজ্য ইউনিটগুলোকে ছবিটির মুক্তিতে বাধা না দেওয়ার নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করেছেন। আবেদনে ছবিটির নির্বিঘ্ন প্রদর্শনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, কমল হাসান কর্নাটকে একটি অনুষ্ঠানে গিয়ে বিতর্কের জন্ম দেন। তিনি দাবি করেন, কন্নড় ভাষার জন্ম তামিল থেকে যা কন্নড়ভাষী সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এরপর থেকেই কন্নড় সম্প্রদায় কমলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং ‘ঠগ লাইফ’ ছবিটি কর্নাটকে মুক্তি বন্ধের দাবি তুলেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x