গাজীপুরের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন চার জন ফায়ার সার্ভিস সদস্য। তাদের চিকিৎসা চলেছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ চার জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বি জানান, ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নূরুল হুদার শরীরের শতভাগ পুড়ে গেছে। আরেক কর্মকর্তা জান্নাতুল নাঈমের পুড়েছে শরীরের ৪২ শতাংশ। তাদের অইসিইউতে নেয়া হয়েছে। তবে ফায়ার ফাইটার জয় হাসানের ৫ শতাংশ দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কেবিনে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দগ্ধ আলামিন হোসেন বাবু নামে এক দোকান কর্মচারির চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন বিভাগে। তারও পু্রে গেছে ৯৫ শতাংশ। এদিকে সন্ধ্যার পর জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
তিনি বলেন, আগুনের ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দগ্ধ ও আহতদের চিকিৎসা দিতে সর্বাত্মক সহযোগিতা করছে বার্ন ইনস্টিটিউট। তাদের চিকিৎসা দিতে সবধরনের সহযোগিতা করবে ফায়ার সার্ভিস। আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টা আসবেন তাদের দেখতে। আমরা আশা করছি সরকারের পক্ষ থেকেও উন্নত চিকিৎসায় সব ধরনের সহায়তা দেয়া হবে।