৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:৩৫ এএম

এ সম্পর্কিত আরও খবর

ক্লাব বিশ্বকাপে এ কোন ব্রাজিল!

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:৩৫ এএম

ব্রাজিলের জাতীয় দল মাঠে কঠিন সময় কাটাচ্ছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে স্মরণকালের সবচেয়ে হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছে সেলেসাওরা। যেখানে বরাবরই দারুণ দাপটে বাছাইপর্ব পার করার রেকর্ড রয়েছে তাদের, সেখানে এবার অনেকটা খুঁড়িয়ে খুড়িয়ে সে পথ পাড়ি দিয়েছে দলটি।

এতে ফুটবলপাগল দেশ ব্রাজিলের ভক্তদের মন ভালো করার উপলক্ষ এনে দিয়েছে এবারের ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে চলমান এই বৈশ্বিক টুর্নামেন্ট ইউরোপীয় জায়ান্টদের রীতিমত নাকানি-চুবানি খাওয়াচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো। ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড শেষ ব্রাজিলের ক্লাবগুলো ৮ ম্যাচ খেলে এখনো অপরাজিত। এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারার পাশাপাশি ব্রাজিলের চারটি ক্লাব নিজ নিজ গ্রুপের শীর্ষস্থানও দখলে রেখেছে।

গ্রুপ ‘এ’তে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে টপকে শীর্ষস্থানে ঘাঁটি গেড়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। তাদের পয়েন্ট মায়ামির সমান ৪ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে তারা। গ্রুপ ‘বি’তে আরও বড় চমক দেখিয়ে যাচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো। তারা পেছনে ফেলেছে ইউরোপ-সেরা পিএসজি এবং স্পেনের বড় শক্তি আতলেতিকো মাদ্রিদকে।

দুই ম্যাচের দুটিতেই জিতে বোতাফোগোর পয়েন্ট এখন ৬। এই গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করার পথে পিএসজিকে হারিয়ে চমক দেখিয়েছে বোতাফোগো। আজ রাতে গ্রুপের শেষ ম্যাচে বোতাফোগোর প্রতিপক্ষ আতলেতিকো।

‘ডি’ গ্রুপ থেকে শেষ ষোলোর লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। দুই ম্যাচের দুটিতেই জেতা ফ্ল্যামেঙ্গো হারিয়েছে ইউরোপ ও প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন চেলসিকে। গ্রুপের শেষ ম্যাচে বুধবার ফ্ল্যামেঙ্গোর প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলেস এফসি। গ্রুপ ‘এফ’-এ সবার ওপরে আছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। তাদের পেছনে বরুসিয়া ডর্টমুন্ড। দুই দলের পয়েন্ট অবশ্য দুই ম্যাচে সমান ৪। কিন্তু গোল ব্যবধানে ডর্টমুন্ডের চেয়ে এগিয়ে ফ্লুমিনেন্স।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x