৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ১০ জুন ২০২৫, ৩:১৮ পিএম

এ সম্পর্কিত আরও খবর

‘ক্লিনিক্যালি ডেড’ তানিন সুবহার লাইফ সাপোর্ট খোলা হতে পারে আজ

প্রকাশ : ১০ জুন ২০২৫, ৩:১৮ পিএম

আট দিন ধরে ধরে লাইফ সাপোর্টে আছেন অভিনেত্রী তানিন সুবহা। এদিকে গত ৮ জুন সন্ধ্যায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে এখনো এই অভিনেত্রী আছেন লাইফ সাপোর্টে।

তবে আজ মঙ্গলবার (১০ জুন) বিকেলে খোলা হতে পারে তার লাইফ সাপোর্ট- সুবহার পারিবারিক সূত্রে এমনটাই জানা গেছে। কারণ, তার হৃদযন্ত্র কিছুটা সচল দেখালেও মস্তিষ্ক কাজ করছে না। দুই দিন আগে চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন। এখন সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় আছেন সবাই।

পারিবারিক সূত্রে আজ দুপুর ১২টার দিকে জানা গেছে, এরই মধ্যে পরিবারের সবাই হাসপাতালের রওনা দিয়েছেন। বিকেলে সুবহার স্বামী হাসপাতালে আসবেন। তারপর চিকিৎসকের সঙ্গে কথা বলে লাইফ সাপোর্ট খোলা হবে।

উল্লেখ্য, গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। এরপর আফতাবনগর বাসার কাছের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থ বোধ করেন তিনি। তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সুবহার ছোট ভাই ইনজামুল রামিম গতকাল (৯ জুন) সকালে গণমাধ্যমকে জানিয়েছিলেন, চিকিৎসকরা বলেছেন, ‘তাদের আর কিছুই করার নাই।’ চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে ফেলার কথা বলেছেন। তবে তার মা এ ব্যাপারে অনুমতি দেননি। সুবহার স্বামীর সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x