১ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ৩:১৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর

খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলি, নিহত ৪

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ৩:১৭ পিএম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে, পুলিশ ও বিজিবি হতাহতের বিষয়টি এখনো নিশ্চিত করেনি। অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার লোগাং ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার নাড়াইছড়ির দুর্গম জোড়া সিন্ধু কার্বারিপাড়ায় পাহাড়ের দুই আঞ্চলিক জেএসএস ও ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

গোলাগুলির সত্যতা নিশ্চিত করলেও দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, হতাহত কারো পরিচয় জানা যায়নি। এমনকি বর্তমানে ঘটনাস্থলে কোনো মরদেহও নেই বলে জানা গেছে।’

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেলেও হতাহতের খবর নিশ্চিত নয়। ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে দেরি হবে।

এ বিষয়ে জানতে চাইলে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, শুক্রবার রাতে ওই এলাকায় কিছু সমস্যা হয়েছে বলে শুনেছি। তবে হতাহতের খবর সঠিক নয়। তবে, স্থানীয় জনপ্রতিনিধিরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x