দিনাজপুরের পার্বতীপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত হয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ১৫ যাত্রী। রবিবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে যায়।
দুর্ঘটনার পর আহত অবস্থাতেই ফেসবুক লাইভে এসে ফারুক হাসান জানান, বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যায়। এতে প্রায় সব যাত্রী আহত হন। তিনি অভিযোগ করেন, চালক সম্ভবত ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। তিনি লাইভে বলেন, “আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।”
স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগামী ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে তারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ফুলবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেলেন। বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। তবে গুরুতর আহত কারও খবর পাওয়া যায়নি।