খুলনায় এক রাতে দুটি হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ মে) দিবাগত মধ্যরাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ডেল্টা ভবনের (২২তলা) পেছনের গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাম (২৬) এবং জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মোছাব্বতপুর এলাকায় রনি (৩৮) নামে এক যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
জানা গেছে, নগরীর সোনাডাঙ্গায় নিহত গোলাম হরিণটানা থানার ময়ূর ব্রিজ এলাকার পাশের মো. আলী হোসেনের ছেলে এবং রূপসার রনি আইচগাতি মধ্যপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার (২৫ মে) রাত সাড়ে ১২টার দিকে পূর্ব শত্রুতার জেরে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত সোনাডাঙ্গার ২২তলার কাছে গোলামকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। চিকিৎসক রাত দেড়টার দিকে গোলামকে মৃত ঘোষণা করেন। গোলামের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই হাসান গোলাম হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ২-৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, রূপসায় নিহত রনির বাবা আনোয়ার হোসেন জানান, খুলনা থেকে একটি অস্ত্রধারী গ্রুপ এসে গতরাত সাড়ে ১০টার দিকে তার ছেলেকে গুলি করে হত্যা করে। এছাড়া বছরখানেক আগে রনির ছোট ভাইও দুর্বৃত্তদের কোপে নিহত হন।