৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ১:২৮ এএম

এ সম্পর্কিত আরও খবর

গণছুটিতে থাকা পল্লী বিদ্যুৎ কর্মীরা কাজে যোগ না দিলে আইনানুগ ব্যবস্থা

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ১:২৮ এএম

চার দফা দাবিতে ‘গণছুটির’ নামে কর্মবিরতিতে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সময়মতো কাজে না ফিরলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা দেয়।

এতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যকীয় (Essential) পরিষেবা। এই সেবা প্রদানে বাধা বা বিঘ্ন সৃষ্টি ‘অত্যাবশ্যক পরিষেবা আইন’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের চাকরি সংক্রান্ত দাবি-দাওয়া পূরণে সংবেদনশীল এবং ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেবা বিঘ্ন করে জনদুর্ভোগ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।

পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, তারা যেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেন। অন্যথায়, সরকারি নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে, চাকরি বৈষম্য দূরীকরণ, হয়রানিমূলক বদলি ও শাস্তিমূলক ব্যবস্থার প্রতিবাদ, উপযুক্ত বেতন কাঠামো নিশ্চিতকরণ, এবং সাংগঠনিক উন্নয়নে কার্যকর অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের ‘গণছুটি’ কর্মসূচি শুরু করে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

এতে দেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় গ্রাহক সেবা ব্যাহত হচ্ছে এবং নিয়মিত বিদ্যুৎ সংযোগ রক্ষণাবেক্ষণ ও পুনঃস্থাপন কার্যক্রমে সমস্যা দেখা দিচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, চলমান সমস্যা সমাধানে ইতোমধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। দাবি বাস্তবায়নে ধৈর্য ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে সরকার। বিদ্যুৎ বিভাগ মনে করে, গণছুটি বা কর্মবিরতি নয়, যৌক্তিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x