বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম, তা গণমাধ্যমে দেয়া তার সাক্ষাৎকারে প্রমাণ করে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের শিক্ষক মহা-সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
আসন্ন নির্বাচনে শিক্ষকদের বিরাট ভূমিকা রয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, সামনে মহাপরীক্ষা আসছে, জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের পথে পৌঁছাতে পারবো কি না। তারেক রহমানের নেতৃত্বের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্রাম-গঞ্জে সবখানে পৌঁছে যাবেন শিক্ষকরা। সেখানে তারেক রহমান ও দলের কার্যক্রম সম্পর্কে জানাবেন।
শিক্ষকদের দাবি-দাওয়া ৩১ দফায় পূরণের কথা বলে হয়েছে উল্লেখ করে, শিক্ষকদের প্রতি বিএনপির দাবি, সন্তানদের এমন মানুষ হিসেবে গড়ে তুলবেন যেন তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে। আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে শিক্ষকদের।
নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, ষড়যন্ত্র যাতে সফল না হয়, এর জন্য শিক্ষক সমাজসহ সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু বিশ্বাস করে না, জনগণকে তারা ধোকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুপ্রবেশ ঘটিয়েছে। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে সবাইকে।