গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ দামে চামড়া বিক্রি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। মঙ্গলবার (১০ জুন) দুপুরে নাটোরের চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, সারা দেশের মাদ্রাসায় কোরবানির চামড়া সংরক্ষণের জন্য সরকার সাড়ে ৭ লাখ মণ লবণ কেনার জন্য লবণ চাষিদেরও একটা উপায় হয়েছে। মাদ্রাসায় লবণ বিনামূল্যে বিতরণের ফলে বাজার ব্যবস্থায় সুষম কাঠামো তৈরি হয়েছে। লবণ বিনামূল্যে বিতরণ বাংলাদেশ সরকার প্রথম ইতিহাসে এ ব্যবস্থা নিয়েছে।
ছাগলের চামড়ার দাম না পাওয়াসহ ট্যানারি মালিকদের কাছে ব্যবসায়ীদের পাওনা টাকার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। প্রধান উপদেষ্টার নির্দেশনায় উপদেষ্টারা যে কাজগুলো করছেন কোনো প্রচেষ্টার মধ্যে ঘাটতি নেই। গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ দামে চামড়া বিক্রি হচ্ছে।’
শহরের চকবৈনাথ এলাকায় নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের অফিসে এ মতবিনিময়ে স্থানীয় ব্যবসায়ীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, ‘বিনামূল্যে লবণ বিতরণের সুফল আগামী বছর থেকে পাওয়া যাবে। আর চামড়া রফতানি শুধুমাত্র ভারত ও চীনমুখী না করে ইউরোপসহ বিভিন্ন দেশে রফতানির উদ্যোগ নেয়া হচ্ছে।’