৮ জুলাই ২০২৫ মঙ্গলবার
প্রকাশ : ২ জুলাই ২০২৫, ১:৩৭ এএম

এ সম্পর্কিত আরও খবর

গলফার সিদ্দিকুরের কাছে ছক্কা শেখার উদ্যোগ নিচ্ছে বিসিবি

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ১:৩৭ এএম

হাতে জোর নেই, বল মারলে বাউন্ডারি পার হয় না- বাংলাদেশের ক্রিকেটারদের বিরুদ্ধে এমন অভিযোগ ভক্ত-সমর্থকদের। তাহলে কীভাবে পাওয়ার হিটিং বা জোরে বল মারা যায়? ব্যাটারদের সেই কৌশল শেখাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শরণাপন্ন হয়েছে দেশের তারকা গলফার সিদ্দিকুর রহমানের। একজন গলফার কীভাবে জোরে বল মারে সেটাই ক্রিকেটারদের শেখাবেন দুবারের এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন সিদ্দিকুর রহমান।

ক্রিকেটাররা যেভাবে ছক্কা মারতে গিয়ে বলে জোরে হিট করেন, ঠিক একইভাবে গলফ কোর্সে গলফাররাও বলে জোরে হিট করেন এবং সেই বল অনেক দূরে নিয়ে গিয়ে নির্দিষ্ট হোলে ফেলতে হয়। গলফাররা কীভাবে এত জোরে বলে হিট করেন, সেই পাওয়ার হিটিংটাই ব্যাটারদের শেখানোর জন্য সিদ্দিকুরের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি।

জানা গেছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল তাদের একজন সৈয়দ আবিদ হোসেন সামির মাধ্যমে ক্রিকেট বোর্ডের প্রস্তাব পেয়েছিলেন সিদ্দিকুর রহমান। আবিদ হোসের সামি অবশ্য মঙ্গলবার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সিদ্দিকুর রহমান এখন আছেন মরক্কোয়। মঙ্গলবার সন্ধ্যায় মরক্কো থেকে সিদ্দিকুর রহমান বিসিবি থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি এই প্রতিবেদকের কাছ থেকে জানতে পেরেছেন, যার মাধ্যমে প্রস্তাব পেয়েছেন সেই সামি এরইমধ্যে পদত্যাগ করেছেন।

আপনি কি কাজ করতে বিসিবিকে সম্মতি দিয়েছেন? ‘আসলে আমার ব্যস্ত শিডিউল। এই ব্যস্ত শিডিউলের সাথে মিলিয়ে বিসিবিকে একটা শিডিউল দেবো। যদি সেভাবে হয় তাহলে সম্ভব। ৮ জুলাই দেশে ফিরবো। একদিন থেকে ১০ জুলাই মালয়েশিয়ায় যাবো। সেখান থেকে ফেরার পর যদি ক্রিকেটারদের সাথে বসতে পারি, বসবো’- বলেন সিদ্দকুর রহমান।

আপনার সাথে জাতীয় দল প্রসঙ্গে আলোচনা হয়েছে নাকি অন্য কোনো দল? ‘আসলে জাতীয় দল নিয়ে আমার সাথে কোনো আলোচনা হয়নি। আমাকে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সাথে কাজের কথা বলা হয়েছিল’- বলেন সিদ্দিুকর।

আপনি কীভাবে ক্রিকেটারদের জোরে মারার বিষয়টি শেখাবেন? ‘দেখুন, আমি তো ক্রিকেটার না। সেভাবে বুঝবোও না। আমি ওদের গলফের গল্প শোনাবো। গলফে কীভাবে বল জোরে মারা হয়, আমি কীভাবে মারি সেই গল্পই কর্মশালার মাধ্যমে বলবো। সেখান থেকে ক্রিকেটাররা যতটুকু ধারণা নিতে পারবো’- বলেন গলফ দুনিয়ায় বাংলাদেশকে চেনানো সিদ্দিকুর রহমান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x