ইসরাইল হামাসকে ক্ষমতা থেকে উৎখাত করবে বলে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেছেন, তেল আবিব গাজার ‘নিরাপত্তা নিয়ন্ত্রণ’ নেবে, যার মধ্যে ইসরাইলের সঙ্গে সীমান্তে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠা করাও অন্তর্ভুক্ত।
গাজায় ইসরাইলের সামরিক উপস্থিতি সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগে এই সংবাদ সম্মেলন করেছেন নেতানিয়াহু। তিনি গাজায় যুদ্ধ শেষ করার জন্য ইসরাইলের পাঁচ নীতির রূপরেখাও তুলে ধরেছেন। সেগুলো হলো:
১. হামাসের নিরস্ত্রীকরণ
২. সকল জিম্মিকে ফিরিয়ে আনা
৩. গাজা উপত্যকার অসামরিকীকরণ
৪. উপত্যকায় ‘অতিরিক্ত নিরাপত্তা নিয়ন্ত্রণ’ নিচ্ছে ইসরাইল
৫. হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন একটি ‘বিকল্প বেসামরিক প্রশাসন’ প্রতিষ্ঠা করা
এদিকে, দখল নয়, গাজাকে ‘মুক্ত’ করাই ইসরাইলের পরিকল্পনা বলেও দাবি করেন নেতানিয়াহু। তিনি বলেন, গাজার মানুষ হামাসের কবল থেকে মুক্তির জন্য আমাদের এবং বিশ্বের কাছে ভিক্ষা চাইছে।
ইসরাইলি প্রধানমন্ত্রীর ভাষ্য, তাদের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং এটিকে মুক্ত করা। হামাস যদি জিম্মিদের মুক্তি দেয় এবং অস্ত্র সমর্পণ করতে রাজি হয় তবে যুদ্ধ শেষ হতে পারে বলেও জানান নেতানিয়াহু।