তদন্ত ছাড়াই জয়দেবপুর থানা পুলিশ মামলা নিয়েছে বলে অভিযোগ করেছেন থানার এক মামলায় অভিযুক্ত বিএনপি নেতা ইসলাম উদ্দিনের স্বজন ও তার সমর্থিত লোকজন।
বৃহস্পতিবার ১৭ই জুলাই দুপুরে ঢাকা ময়মনসিংহ সড়কের ভবানীপুর অংশে মানববন্ধন কর্মসূচি পালন শেষে ওই অভিযোগ করেন তারা। এসময় মানববন্ধনে অংশ নেয়া মাহবুব, ইকবাল হোসেন, মনির জানান, কাল্পনিক ও সাজানো ঘটনা তৈরি করে জনপ্রিয় নেতা ইসলাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।
উল্লেখ্য গত ১৩ জুলাই জয়দেবপুর থানায় চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত এক মামলায় সদর উপজেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিনকে আসামি করা হয়। মামলায় যে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে তা আদৌ তদন্ত হয়নি। অথচ জয়দেবপুর থানা পুলিশ ওই মামলা নেয় হলেও তারা উল্লেখ করেন। তারা মামলাটি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।