গাজীপুরে পাঁচ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। রবিবার (১৩ জুলাই) রাতে তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলাটি করেন সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা গ্রামের রিকশাচালক দেলোয়ার হোসেন।
মামলায় প্রধান আসামি হলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলামুদ্দিন। বাকিরা স্থানীয় ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপিকর্মী। তারা হলেন শহীদুল্লাহ, শাহজাহান, মিয়ার উদ্দিন ও সুমন মিয়া।
মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্ত ইসলামুদ্দিন গত দুমাস ধরে সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় অটো রিকশাচালকদের নিকট থেকে চাঁদা আদায় করেন। প্রতিবাদ করলে গত শুক্রবার (১১ জুলাই) সকালে ইসলামুদ্দিন ও তার লোকজন অটো রিকশাচালকদের ওপর হামলা করে। এনিয়ে বিক্ষুব্ধ জনতা ও রিকশাচালক সমিতির সদস্যরা স্থানীয় ভবানীপুর বাজারে সমাবেশ করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ ওই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। মামলা দায়েরের খবরে বিএনপি নেতা ইসলামুদ্দিন এলাকা ছেড়েছেন বলে জানা গেছে।