২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ৯:৫০ পিএম

এ সম্পর্কিত আরও খবর

গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটকের দাবি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ৯:৫০ পিএম

ভারতের গুজরাট রাজ্যে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন, ভারতে অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে অভিযান চালিয়ে তাদের আটক করে গুজরাট পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, গুজরাট রাজ্যের পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ ও অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) এই অভিযান চালায়। অভিযানে গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে ৮৯০ জন ও সুরাট থেকে ১৩৪ জন আটক হয়।

আটককৃতদের মধ্যে পুরুষ, নারী ও শিশুরাও রয়েছেন। এই দুই শহরের বিভিন্ন এলাকায় এখনও অভিযান চালানো হচ্ছে। গুজরাটে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের বিরুদ্ধে এটাকে সবচেয়ে বড় অভিযান অভিহিত করে শনিবার (২৬ এপ্রিল) মন্ত্রী সাংভি বলেন, ‘অবৈধ বাংলাদেশিদের আটকে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। আহমেদাবাদ পুলিশ ৮৯০ জন এবং সুরাট পুলিশ ১৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।’

তিনি আরও বলেন, ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে কিছু লোক মাদক ব্যবসা ও মানবপাচারের সঙ্গে জড়িত। তার ভাষ্য, ‘আমরা দেখেছি এর আগে যে চার বাংলাদেশিকে আটক করা হয়েছিল, তাদের মধ্যে দুজন আল-কায়েদার স্লিপার সেল হিসেবে কাজ করছিলেন। এই সব বাংলাদেশির (অনুপ্রবেশকারী) সব কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।’

ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত, যার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে দেশ ছাড়তে বলা হয়েছে। তারপর যাতে কোনো পাকিস্তানি নাগরিক থেকে না যায়, প্রতিটা রাজ্যকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি দেশে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে কেন্দ্র সরকার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x