আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির একটি দল তাকে হেফাজতে নেয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) তালেবুর রহমান বলেন, রাজধানীর কে বি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিন নামে এক নারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনকে নিয়ে ট্রেনিং করানো হয়। এই ঘটনার পর অনেককে গ্রেপ্তার করা হয়।
যেখানে মেজর পদমর্যাদার একজন কর্মকর্তাকে নিজেদের হেফাজতে নেয় সেনাবাহিনী। তার বিষয়ে শুরু হয়েছে তদন্ত। অভিযোগ ছিল মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন স্বামীর সঙ্গে এই প্রশিক্ষণ দিতে অংশ নিতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে খুঁজছিল পুলিশ।