৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে অভিনেত্রীকে মেসেজ, অতঃপর…

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৭ পিএম

শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে এনেছেন আলোচিত মডেল-অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। একজন ভক্ত ইনবক্সে তাকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব দেন। বিষয়টি জানাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেন পিয়া।

মেসেজে ওই ব্যক্তি লিখেন, আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না। এরপর তিনি আরও যোগ করেন, আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।

শুধু তাই নয়, পিয়ার ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বরও চান তিনি। তবে এ অভিনেত্রী এসব মেসেজের নির্দিষ্ট কোনো উত্তর দেননি। শেষ পর্যন্ত একটি ফোন নম্বর পাঠান যেটি আসলে রাজধানী ঢাকার গুলশান থানার। পিয়ার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। অনেকেই ভক্তের এমন প্রস্তাব নিয়ে হাস্যরস করছেন, আবার কেউ কেউ মন্তব্য করছেন, কারও আবেগ নিয়ে এভাবে রসিকতা করা উচিত হয়নি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x