৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ৯:৩৪ পিএম

এ সম্পর্কিত আরও খবর

চট্টগ্রামে গুলি করে বিএনপি নেতাকে হত্যা

প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ৯:৩৪ পিএম

চট্টগ্রামের মদুনাঘাটে চলন্ত প্রাইভেটকারে দুর্বৃত্তরা গুলি করে মোহাম্মদ আবদুল হাকিম নামে এক বিএনপি নেতাকে হত্যা করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে মদুনাঘাট এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার ব্যবহৃত গাড়িটি পড়ে থাকতে দেখা গেছে। হত্যার কারণ বা দুর্বৃত্তদের পরিচয় সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

আবদুল হাকিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাউজানের কাপ্তাই সড়ক ও রাঙামাটি মহাসড়কে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার বিকালে রাউজান মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামাারের স্বত্বাধিকারী। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আবদুল হাকিম গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অনুসারী হলেও তার পদ পদবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। অপরদিকে কি কারণে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত গাড়িটি ঘটনাস্থলে পড়ে রয়েছে বলে জানা গেছে।

গত বছরের ৫ই আগস্টের পর থেকে রাউজানে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, জায়গা দখলসহ নানা ইস্যুতে অর্ধশত সহিংসতার ঘটনা ঘটেছে। বেশির ভাগ ঘটেছে সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার এর অনুসারীদের মধ্যে। এসব ঘটনায় মারা গেছেন অন্তত তেরো জন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x