বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ চট্টগ্রামে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউজের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, রবিবার একটি মামলার শুনানিতে অংশ নিতে তিনি চট্টগ্রাম যান এবং রাতে ক্লাবের একটি কক্ষে অবস্থান করছিলেন। পরদিন সকালে তার কোনো সাড়া না পেয়ে কর্তৃপক্ষ কক্ষের দরজা খুলে অচেতন অবস্থায় তাকে দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশীদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৬ জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য তিনি বীর প্রতীক খেতাবে ভূষিত হন। সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে হারুন-অর-রশীদ বিতর্কিত মাল্টিলেভেল মার্কেটিং প্রতিষ্ঠান ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। প্রতিষ্ঠানটির আর্থিক কেলেঙ্কারির কারণে ২০১২ সালে তাকে কারাবরণ করতে হয়েছিল।
চট্টগ্রামের হাটহাজারীতে ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই সাবেক সেনাপ্রধান স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যু নিয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে তার ফুফাতো ভাই ও চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দরি জানান, আমরা কোনো সন্দেহ করছি না। বয়স হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।