রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জন হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ আজ। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেবেন।
আজ সোমবার (১৪ জুলাই) সকালে এই মামলায় গ্রেপ্তার কনস্টেবল সুজনসহ চারজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে।
অভিযোগ গঠন হলে দ্বিতীয় মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচার শুরু হবে এই মামলায়। সকালে এই মামলায় গ্রেপ্তার পরিদর্শক আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলামকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।
মামলার অপর চার আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক আছে।
এর আগে এই মামলার পলাতক চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে গত ৩ জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পরে আইনজীবী কুতুব ইদ্দিনকে তাদের পক্ষে নিয়োগ দেন ট্রাইব্যুনাল।
এছাড়া এদিন সকালে, সাভারে ইয়ামিন হত্যা মামলার ৩ আসামি ও মিরপুর জাহাজ বাড়ির জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহিদুল হকসহ তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।