১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৬ এএম

এ সম্পর্কিত আরও খবর

চায়না থেকে ফিরেই সরাসরি নুরকে দেখতে গেলেন নাহিদ-সারজিস

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৬ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। রবিবার রাতে চায়না সফর শেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সরাসরি সেখানে যান তারা।

এদিন রাত ১১টার দিকে হাসপাতালে পৌঁছে নাহিদ ইসলাম নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি একই সঙ্গে হামলায় জড়িত সেনা ও পুলিশের সদস্যদের বিচারের নিশ্চিত হওয়ারও দাবি জানান। এসময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির ও সংগঠক নাহিদ উদ্দিন তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

গত শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ সংগঠনের আরও কয়েকজন নেতা-কর্মী। পরে তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x