২৩ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ১১:১৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর

চার শ্রেণি বাদে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ১১:১৭ পিএম

চার শ্রেণির করদাতা ছাড়া অন্য সব করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৩ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়। যারা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন, তারা হলেন-

১. ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা
২. শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (যথাযথ সনদ দাখিল সাপেক্ষে)
৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক
৪. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা

তবে, এই চার শ্রেণির করদাতাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। আদেশে উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ করবর্ষ থেকে সব সাধারণ ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হবে। আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত পোর্টাল হলো- www.etaxnbf.gov.bd।

বিশেষ ছাড় পাওয়া চার শ্রেণির বাইরে কেউ যদি অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম হন, তবে যুক্তিসহ আবেদন করে উপকর কমিশনারের মাধ্যমে যুগ্ম বা অতিরিক্ত কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে পেপার (কাগজে) রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ ঢাকা পোস্টকে বলেন, গত বছর নির্দিষ্ট কিছু শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন অনলাইন বাধ্যতামূলক করার পর ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দেন। করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন।

তিনি বলেন, অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে এনবিআরের কল সেন্টার থেকে সহায়তা পাওয়া যাবে। উল্লেখ্য, আয়কর আইনের ৮৭ ধারা অনুযায়ী, টিআইএনধারী কিংবা বছরজুড়ে যে কোনো কর প্রদান করলে তার জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x