৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ১১:২৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের বাড়িতে এনসিপি শীর্ষনেতৃত্ব

প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ১১:২৬ পিএম
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের বাড়িতে এনসিপি শীর্ষনেতৃত্ব

চুয়াডাঙ্গার দামুড়হুদার ঝাঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিম বাবুর বাড়িতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও এনসিপির সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ অর্ধশত প্রতিনিধির একটি দল গিয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।

আজ বুধবার (০৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার সময় এনসিপির প্রতিনিধিদল নিহতের বাড়ি গিয়ে বিএসএফের গুলিতে নিহতের পিতা নুর ইসলাম, মাতা হাজেরা বেগম, স্ত্রী সাহিনা বেগম ও একমাত্র তিন বছরের শিশুকন্যা আয়েশা খাতুনের পাশে বসে যাবতীয় ঘটনা শোনেন। পরে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম নিহত পরিবার ও এলাকাবাসীর উদ্দেশে বলেন বিষয়টি নিয়ে আমরা ও আমাদের সংগঠন দেখব, আপনারা এই পরিবারের পাশে থাকবেন।

পরে এনসিপি প্রতিনিধিদলটি নিহত ইব্রাহিম বাবুর কবর জিয়ারত করেন ও কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা সীমান্তের দিকে যান ও ইব্রাহিমের রক্ত বৃথা যেতে দেব না দেব না বলে স্লোগান দেন।

বিকাল ৫টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড মোড়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময়ের পর ঝিনাইদহের উদ্দেশে দর্শনা ত্যাগ করে এনসিপির শীর্ষনেতৃত্ব।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x