২৭ জুলাই ২০২৫ রবিবার
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১১:৫৯ এএম

এ সম্পর্কিত আরও খবর

ছয়তলা থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১১:৫৯ এএম
ছয়তলা থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর 'আত্মহত্যা'। ছবি: প্রতীকী

রাজধানীর কলাবাগান থানার ভূতের গলি এলাকায় ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মো. আবিদ আহনাফ চৌধুরী (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এঘটনা ঘটে। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা রকিবুল কামাল বলেন, আমার ভাগ্নে ধানমন্ডির একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত পরশুদিন চট্টগ্রাম থেকে বাসায় আসি। সে আমার কাছেই ছিল রাতে। রাতের কোনো একসময় ছাদ থেকে লাফিয়ে পড়ে। এ বিষয়ে আমি কিছু জানি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x