৮ জুলাই ২০২৫ মঙ্গলবার
প্রকাশ : ২ জুলাই ২০২৫, ১১:৫৮ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ছাত্রদল নেতার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে জাফলংয়ে মিছিল-সমাবেশ

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ১১:৫৮ পিএম
বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে আজ বুধবার (০২ জুলাই) বিকেল ৩টায় জাফলং মামার বাজার পয়েন্টে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: সারাবেলার খবর

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রে মাদক মামলায় আটক নির্যাতিত সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটন। সাজানো এ মিথ্যা মামলায় তার বিরুদ্ধে ফরমায়েশি মৃত্যুদণ্ড রায় প্রদান করেন আদালত। এরায় স্থগিত করে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভায় ছাত্রদল নেতা লিটনকে অবিলম্বে মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন বক্তারা।

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে আজ বুধবার (০২ জুলাই) বিকেল ৩টায় জাফলং মামার বাজার পয়েন্টে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মামার বাজার পয়েন্টে প্রতিবাদসভায় মিলিত হয়। যুবনেতা গফুর আল মামুনের সভাপতিত্বে ও পূর্ব জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনের সঞ্চালনায় বক্তরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিক ভাবে সাজানো মামলায় লিটনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। তারা অবিলম্বে আদালতের দেওয়া রায় স্থগিত করে তাকে মুক্তির দাবি জানান। রাজনৈতিক প্রতিহিংসার শিকার লিটনের মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে তাকে মুক্তির ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকার ও আইন ও বিচার বিভাগের দৃষ্টি কামনা করা হয়।

প্রতিবাদসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান দেলোয়ার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, যুবনেতা আব্দুর রহিম, পূর্ব জাফলং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উসমান আলী প্রমুখ। বিক্ষোভ মিছিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

প্রসঙ্গত, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার পুত্র আব্দুল মালিক লিটনসহ তার সাথে আরো দুজন আসামিকে বিগত ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি মাদক (হেরোইন) সহ পুলিশ গ্রেপ্তার করে। এই মামলায় বিজ্ঞ আদালত বিগত ২০২৩ সালের ৫ অক্টোবর একমাত্র আসিমী আব্দুল মালিক লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন এবং দুই আসামিকে খালাস প্রদান করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x