শুক্রবার দুপুর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। যা দ্রুতই ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এটিকে কেবল গুজব বলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
আজ শুক্রবার ৩০ মে বিকেলে নিজের ফেইসবুকের এক পোস্টে নাছির লিখেন, টানা অনেকদিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। আমি তার সুস্থতা কামনা করছি।
ছাত্রদলের সভাপতির শারীরিক অসুস্থতার সময়ে নানাধরণের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়তে দেখেছি। এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রপাগাণ্ডা। আপনারা সবাই এ ধরনের গুজব পরিহার করুন, বলেন তিনি।