৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১০:৪৮ এএম

এ সম্পর্কিত আরও খবর

ছুটির দিনে বায়ুদূষণ, আজ তালিকায় দ্বিতীয় ঢাকা

প্রকাশ : ২৩ মে ২০২৫, ১০:৪৮ এএম

দিন দিন বাড়ছে বিশ্বে বায়ুদূষণ। দূষিত শহরের তালিকায় বেশির ভাগ সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। আজ শুক্রবার সকাল সোয়া ১০টিয় দূষণের শীর্ষ দশে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকার নাম।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

১৫২ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয়তে থাকা ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এ ছাড়া ১৩২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। একই স্কোর নিয়ে চতুর্থ ভারতের দিল্লি। ১২৯ স্কোর নিয়ে পঞ্চম পাকিস্তানের লাহোর।

তবে ৪০০ পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে ‘দুর্যোগপূর্ণ’ ব্রাজিলের সাও পাওলো শহরটি।

তালিকায় ১২৮ স্কোরে ষষ্ঠ চিলির সান্তিয়াগো। ১২৭ নিয়ে সপ্তম চীনের উহান। অষ্টম সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর, স্কোর একই। নবম সেনেগালের ডাকার আর দশম মিসরের কায়রো।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x