৩ আগস্ট ২০২৫ রবিবার
প্রকাশ : ১৪ মে ২০২৫, ৯:২৩ পিএম

এ সম্পর্কিত আরও খবর

জবি শিক্ষক-শিক্ষার্থীর লংমার্চে টিয়ারগ্যাস-লাঠিপেটা

প্রকাশ : ১৪ মে ২০২৫, ৯:২৩ পিএম

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চে লাঠিপেটা, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ মে) শিক্ষক-শিক্ষার্থীরা মৎস ভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ে পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে। এরমধ্যে গুরুত্বর আহত হয়েছেন ৮ জন। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের সামনে বসে পড়েন।

সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থী যমুনা অভিমুখে রওনা হন। তাদের সঙ্গে শিক্ষকরাও ছিলেন। তাদের পদযাত্রা প্রথমে গুলিস্তান মাজার গেটে বাধার সম্মুখীন হয়। পরে মৎস ভবনে আবারও পুলিশের বাধার মুখে পড়ে। সেই বাধা অতিক্রম করে যমুনা অভিমুখে এগিয়ে যেতে থাকেন তারা। পদযাত্রা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে আসতেই অতর্কিত লাঠিপেটা, টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড, গরম পানি নিক্ষেপ করতে শুরু করে পুলিশ।

শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ দাবি না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। আমাদের ৩ দফা দাবি, আমাদের যৌক্তিক দাবি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না। মেহেদী নামের এক শিক্ষার্থী জানান, পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে। ন্যায্য অধিকার চাওয়া কোনো দোষের নয়। আমরা এই হামলার বিচার চাই।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো-
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x