জাতিসংঘে পাকিস্তানি নারীদের জন্য নতুন জাতীয় শুভেচ্ছাদূত হলেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। দেশটির দ্বিতীয় পাকিস্তানি নারী তারকা হিসেবে এই খেতাব লাভ করলেন তিনি। এর আগে ২০১৫ সালে প্রথম পাকিস্তানি নারী হিসেব শুভেচ্ছাদূত হয়েছিলেন মুনিবা মাজারি।
সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঘোষণা করেছে যে, দক্ষ অভিনয় ও সোশ্যাল মিডিয়ায় প্রাসঙ্গিক বিষয়বস্তুর জন্য বহুল পরিচিত শক্তিশালী অভিনেত্রী হানিয়া আমির জাতিসংঘে নারীর জন্য নতুন শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন।
সংস্থাটির পাকিস্তান অফিস জানায়, হানিয়া আমির সচেতনতা বৃদ্ধি, কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পাকিস্তানে নারী ও মেয়েদের কণ্ঠস্বর জোরদার করার জন্য নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। জাতিসংঘ ও অভিনেত্রী প্রত্যাশা করে, সহিংসতা ও বৈষম্য থেকে মুক্ত হতে প্রতিটি নারী ও মেয়ে তার পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারবে।
লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য জাতিসংঘ, ইউএন উইমেন, বিশেষ করে সংকটের সময় পাকিস্তানি নারীদের জীবনমান উন্নত করতে সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছে। চলতি বছরের ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে সংস্থাটি বন্যা কবলিত এলাকায় নারীদের জন্য নিরাপদ স্থান তৈরি করেছে। যেখানে স্থানীয় নারীরা ঘরে বসে শিশু সন্তানের যত্ন নেয়ার পাশাপাশি পরামর্শ ও আইনি পরামর্শ পেতে পারেন।