৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর

জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরলে আইএইএর সহযোগিতা বন্ধ করবে ইরান

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম

ইউরোপীয় দেশগুলো যদি জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনে তবে ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবে। শুক্রবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ চালু করার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে প্ররোচিত ও আইনি ভিত্তিহীন। এ পদক্ষেপ ইউরোপের ভাবমূর্তিকে অপূরণীয় ক্ষতি করবে ।

আরাঘচি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, অধিকার ও নিরাপত্তার প্রশ্নে কখনো আপস করবে না। সেপ্টেম্বরের শুরুতে মিসরের মধ্যস্থতায় আইএইএর সঙ্গে যে নতুন সমঝোতা হয়েছিল, তা শুধু তখনই বহাল থাকবে যদি ইরানের বিরুদ্ধে কোনো বৈরী পদক্ষেপ না নেওয়া হয়।

তিনি জানান, ইরান সবসময় সংযম দেখিয়েছে এবং কেবল শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে। তবে ইউরোপ যদি এই সুযোগ নষ্ট করে, তাহলে তা পশ্চিম এশিয়া ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এদিকে, চীন ইউরোপীয় সিদ্ধান্তের বিরোধিতা করেছে। বেইজিং জানায়, ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পথে সম্ভব। স্ন্যাপব্যাক প্রক্রিয়া কোনোভাবেই আস্থা পুনর্গঠনে সহায়ক হবে না।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x