২২ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ৪:২১ পিএম

এ সম্পর্কিত আরও খবর

জাতীয় নির্বাচনে ৪৫ হাজার ভোটকেন্দ্র, থাকবেন রেকর্ড সংখ্যক কর্মকর্তা

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ৪:২১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮টি এবং ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি হতে পারে। এসব কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

সভায় জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন ভোটার, ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র ও ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি ভোটকক্ষ ছিল। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ শেষে ত্রয়োদশ নির্বাচনে সম্ভাব্য ভোটারের সংখ্যা দাঁড়াতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন (জন্মতারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত সব ভোটারসহ)।

নতুন ভোটার যোগের কারণে এবার প্রায় ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্র এবং ১৯ হাজার অতিরিক্ত ভোটকক্ষ লাগতে পারে বলে সভায় উল্লেখ করা হয়। এ ছাড়া জানানো হয়, আগের মতো এবারও প্রয়োজনের চেয়ে ১০ শতাংশ বেশি ভোটগ্রহণ কর্মকর্তা প্যানেলভুক্ত করা হবে এবং তাদের মধ্যে প্রয়োজনীয় জনবলসহ ৫ শতাংশ অতিরিক্ত কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x