জার্মানির কোলন শহরের ডিউটজ জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের তিনটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। এ অবস্থায় বুধবার (৪ জুন) শহরের প্রায় ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে। পাবলিক ব্রডকাস্টার ওয়েস্টডয়েচার রান্ডফাঙ্ক (WDR) জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী দল ২০ টনের এবং ১০ টনের দুটি বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে। বোমাগুলো ‘ইমপ্যাক্ট ফিউজ’ দিয়ে সজ্জিত।
আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, শহর থেকে লোকজনকে সরানোর প্রচেষ্টার মধ্যে ৫৮টি হোটেল, প্রধান জাদুঘর, স্কুল, কিন্ডারগার্টেন এবং সরকারি ভবন বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাইন নদীর উপর অবস্থিত হোহেনজোলার্ন, ডিউটজ এবং সেভেরিনস সেতুগুলো এবং একটি ট্রেন স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
কোলন শহর কর্তৃপক্ষ ঘোষণা করেছে, স্থানীয় সময় সকাল ৮টা থেকে লোকজনকে সরানো হচ্ছে। যারা এটি মেনে চলতে অস্বীকৃতি জানাবে, তাদের পুলিশ জোর করে সরিয়ে দিতে পারে। তবে বোমা নিষ্ক্রিয় করার সঠিক সময় এখনো অনিশ্চিত।