জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতারের দাবি জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হুঁশিয়ার করেছেন, তিাকে গ্রেপ্তার না করলে সচিবালয় ঘেরাও করা হবে। আজ শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ হুঁশিয়ারি করেন নুর।
এর আগে আজ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের মিছিলে হামলার অভিযোগ করে দলটি। এতে তাদরে ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন গণঅধিকার পরিষদের নেতারা।
আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজ গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল। সমাবেশ শেষে ছিল মিছিল। গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, পূর্বনির্ধারিত সমাবেশ শেষে তাদের মিছিল জাপার কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় জাপার লোকজন ইটপাটকেল ছোড়েন।
তবে জাপার নেতাকর্মীদের দাবি, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেন। ওই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার পর ফেসবুকে পোস্ট করেন নুর। এতে তিনি লেখেন, ‘জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়া হবে।