২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ৪:৫৮ পিএম

এ সম্পর্কিত আরও খবর

জিম্বাবুয়ের রেকর্ড জুটিতে চাপে পড়ল বাংলাদেশ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ৪:৫৮ পিএম

চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনে দুই উইকেটের দেখা পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে টাইগার বোলারদের হতাশ করেছেন দুই জিম্বাবুয়ান ব্যাটার নিক ওয়েলস এবং শন উইলিয়ামস। ৮৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে রেকর্ড গড়েছেন তারা। বাংলাদেশের মাটিতে ৩য় উইকেট বিবেচনায় এটাই সর্বোচ্চ পার্টনারশিপ।

টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান সংগ্রহ করেন দুই ওপেনার ব্রেইন বেনেট ও বেন কুরান। ২১ রান করা বেনেটকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিব।

এরপর নিক ওয়েলসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন কুরান। তবে দলীয় ৭২ রানে জিম্বাবুয়ে শিবিরে আঘত হানেন স্পিনার তাইজুল ইসলাম। ৫০ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান কুরান।

এরপর শন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ওয়েলস। টাইগার বোলারদের হতাশ করে ফিফটি তুলে নেন এই দুই ব্যাটার। চা-বিরতিতে যাওয়ার আগে ৫৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ওয়েসস ৫৪ ও উইলিয়ামস ৫৫ রানে অপরাজিত আছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x