বিচারিক কার্যক্রম চলাকালে ভারতের সুপ্রিম কোর্টের ভেতরে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছোঁড়ার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৬ অক্টোবর) এ ঘটনার পর মোদি বলেছেন, আজ সন্ধ্যায় তিনি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে একটি শুনানি চলাকালে বি আর গাভাইয়ের দিকে জুতা ছোঁড়েন ৭১ বছর বয়সী এক আইনজীবী।
এনডিটিভি জানিয়েছে, জুতাটি বিচারকের বেঞ্চে পৌঁছায়নি। বয়স্ক ওই আইনজীবীকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়েছে। মোদি এক্স-পোস্টে বলেছেন, প্রধান বিচারপতি বিআর গাভাইজির সঙ্গে কথা বলেছি। আজ সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার ওপর হামলা প্রতিটি ভারতীয়কে ক্ষুব্ধ করেছে। আমাদের সমাজে এই ধরনের নিন্দনীয় কাজের কোনো স্থান নেই। এটি সম্পূর্ণ নিন্দনীয়।
এদিকেম আদালত কক্ষের এমন ঘটনায় বিচলিত না হয়ে প্রধান বিচারপতি গাভাই বলেছেন, আমিই শেষ ব্যক্তি যিনি এই ধরণের ঘটনায় আক্রান্ত। পরে তিনি পুনরায় বিচারিক কার্যক্রম চালিয়ে যান। পুলিশের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রাকেশ কিশোর নামে পরিচিত এই আইনজীবী বেলা ১১টা ৩৫ মিনিটে ১ নম্বর আদালতে তার ‘স্পোর্টস জুতা’ বের করে গাভাইয়ের দিকে ছুঁড়ে মারেন।
এরপর নিরাপত্তাকর্মীরা তাকে তুলে নিয়ে যায় এবং কোর্টের নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন নিবন্ধিত সদস্য। প্রাথমিক তদন্তে জানা যায়, মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির চত্বরে বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের দাবিতে করা একটি আবেদনের শুনানির সময় প্রধান বিচারপতির মন্তব্যে আইনজীবী অসন্তুষ্ট ছিলেন।