জাতীয় বিশ্ববিদ্যালয় “জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়” চালু করেছে। এই শিক্ষাবৃত্তির প্রধান লক্ষ্য হলো শহিদদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানানো এবং শিক্ষা ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করে দেশের মেধাবী, অথচ আর্থিকভাবে অস্বচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করা।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/প্রতিষ্ঠানসমূহে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সকল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীসহ মোট ২০২৪ জন মেধাবী শিক্ষার্থীকে এই মর্যাদাপূর্ণ শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ ০১ জুলাই (মঙ্গলবার) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ের করবী হল-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে “জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়” এর চেক বিতরণের মাধ্যমে মাসব্যাপী জুলাই স্মৃতি অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আজম, বিশ্ববিদ্যালয়ের ডিন, উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থাকবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই শিক্ষাবৃত্তি শুধুমাত্র শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তাই করবে না, বরং তাদের মধ্যে দেশপ্রেমের গভীর অনুভূতি, সামাজিক দায়িত্ববোধ এবং উন্নত জাতি গঠনে অংশীদারিত্বের অনুপ্রেরণা সৃষ্টি করবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।