গণঅভ্যুত্থানে শহীদ হওয়া জুলাইয়ের বীর সন্তানদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে রাজধানীর রায়েরবাজার গণকবর পরিদর্শনে এসে তিনি বলেন, যেসব শহীদের মরদেহ এখানে সমাহিত রয়েছে, তাঁদের মধ্যে অনেকের পরিচয় অজানা। পরিবারগুলোর চাহিদা অনুযায়ী ডিএনএ পরীক্ষা করে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি জানান, রায়েরবাজারে গণকবরে অন্তত ১১৪ জন শহীদকে দাফন করা হয়েছে। ডিএনএ পরীক্ষায় শনাক্ত হলে পরিবারের ইচ্ছায় মরদেহ নিজ নিজ এলাকায় হস্তান্তরের সুযোগ থাকবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এই শহীদরা দেশের গণতান্ত্রিক চেতনার মশাল জ্বালিয়ে রেখে গেছেন। তাঁদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, দেশে দুর্নীতিই এখন সবচেয়ে বড় সমস্যা। দুর্নীতি রুখতে মিডিয়ার সাহসী ভূমিকা দরকার, উল্লেখ করেন তিনি। গণকবর পরিদর্শন শেষে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরে মোহাম্মদপুর থানা পরিদর্শন করে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।