৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পিএম

এ সম্পর্কিত আরও খবর

জোর করে চুল কাটা বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন: আসক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে একজন পথচারীর চুল ও চুলের জট জোরপূর্বক কেটে দিচ্ছেন। এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করে দায়ীদের দ্রুত চিহিৃত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

আসক জানিয়েছে, প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়া কেবল ব্যক্তির মৌলিক অধিকার ও স্বাধীনতার লঙ্ঘন নয়, এটি তার মর্যাদার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা সমাজে ভীতি, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করছে। বৃহস্পতিবার আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩১ অনুযায়ী, প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে। অনুচ্ছেদ ৩২ অনুযায়ী, জীবনের নিরাপত্তা ও ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে এবং অনুচ্ছেদ ৩৫ এ কারও প্রতি নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আসক মনে করে, এই ধরনের ঘটনা বাংলাদেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকারের নীতির পরিপন্থী। তাই দায়ীদের দ্রুত চিহিৃত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতে আর কোনো নাগরিক যেন এমন অপমানজনক ও বেআইনি আচরণের শিকার না হন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x