ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (০৫ জুন) বিকেলে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমাড়ী গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল (৪৩), স্ত্রী সেলিনা খাতুন (৩৮) ও তাদের ছেলে মাহিম (০৮)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলযোগে তারা ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাটই বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মাহিম মারা যায়। এসময় মোস্তফা ও তার স্ত্রী সেলিনা খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, আমাদের ভাটই বাজার পুলিশ ফাঁড়ির টুআইসি মো. রবিউল ইসলাম লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।