৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম

এ সম্পর্কিত আরও খবর

টস হেরেও ব্যাটিংয়ে দারুণ শুরু পাকিস্তানের

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে পাকিস্তান। ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামানের ভালো শুরুর পর ব্যাট হাতে ছন্দ পেয়েছেন সাঈম আইয়ূবও। পাকিস্তান ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯১ রান করেছে। শাহিবজাদা ৩৭ বলে ৫২ রানে খেলছেন। পাঁচটি চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি। সাঈম আইয়ূব ১৫ বলে ২১ রানে খেলছেন। ফখর জামান ৯ বলে তিন চারের শটে ১৫ রান করে ফিরেছেন।

ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জাসপ্রিত বুমরাহ ওবরুণ চক্রবর্তীকে বিশ্রাম দিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে তারা একাদশে ফিরেছেন। হার্শিত রানা ও অর্শদীপ বাদ পড়েছেন। পাকিস্তানের অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, টস জিতলে তিনিও শুরুতে বোলিং নিতেন। পাকিস্তানও একাদশে দুই পরিবর্তন এনেছে। হাসান নওয়াজ ও খুশদীল শাহকে বাদ দিয়েছে তারা। একাদশে নিয়েছে দুই পেস অলরাউন্ডার হুসেইন তালাত ও ফাহিম আশরাফকে।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সানজু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, শিভাম দুবে, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

পাকিস্তানের একাদশ: সাইম আইয়ূব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x