সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতেছে স্বাগতিক আমিরাত। পাকিস্তানকে ব্যাটিং পাঠিয়েছে তারা। দুবাই স্টেডিয়ামে ম্যাচটি সাড়ে আটটায় (বাংলাদেশ সময়) শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেট দল নির্ধারিত সময়ে টিম হোটেল ছাড়েনি।
এক ঘণ্টা পর সালমান আঘারা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির নির্দেশে স্টেডিয়ামে রওনা দেয়। ম্যাচ এক ঘণ্টা পেছানোর অনুরোধ করে।এসিসি ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে শুরু করার বিষয়টি অনুমোদন দেয়। মূলত পিসিবি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে দায়িত্ব থেকে প্রত্যাহার চেয়েছিল। কিন্তু আইসিসি তাদের দাবি মানেনি। পাকিস্তানের ম্যাচে পাইক্রফটই রেফারি থাকছেন। তবে পিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছে, ভুল বোঝাবুঝির জন্য ম্যাচ রেফারি পাইক্রফট ক্ষমা প্রার্থনা করেছেন।
পিসিবি বিবৃতিতে বলেছে, ভুল বোঝাবুঝি হয়েছে স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তানের টিম ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন। আইসিসি বিষিয়টি নিয়ে (ভারতের বিপক্ষে ম্যাচে হাত না মেলানো) তদন্ত কমিটি গঠন করেছে। পাকিস্তান গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে। খেলছেন না সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ। আমিরাত জাওয়াদউল্লাহর জায়গায় সিমরন জিৎকে একাদশে নিয়েছে।
পাকিস্তান একাদশ: সাইম আইয়ূব, শাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আঘা, খুশদিল শাহ, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
আমিরাত একাদশ: আলিশান শারাফু, মোহাম্মদ ওয়াসিম, আসিফ খান, মোহাম্মদ জোহাইব, হারশিত কৌশিক, রাহুল চোপড়া, ধ্রুব পরেশার, হায়দার আলী, রশিদ খান, সিমরনজিৎ সিং, জুনাইদ সিদ্দিকি।