১ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ৮:৫৮ পিএম

এ সম্পর্কিত আরও খবর

টাঙ্গাইলে ট্রেন থেকে নামিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ৮:৫৮ পিএম

টাঙ্গাইল রেলস্টেশনে ট্রেন থেকে নামিয়ে এক তরুণীকে বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে শহরের ঘারিন্দা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন—টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া এলাকার দুলাল দাস (২৮), সজিব খান (১৯) এবং রুপু মিয়া (২৭)। তারা পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা এবং পেশায় গৃহকর্মী। শুক্রবার রাতে তিনি ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশন হয়ে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে ভুলবশত চট্টগ্রামগামী ট্রেনের পরিবর্তে তিনি দ্রুতযান এক্সপ্রেসে উঠে পড়েন, যা উত্তরবঙ্গগামী ট্রেন। ট্রেনে ঘুমিয়ে পড়ায় তিনি বিষয়টি বুঝতে পারেননি।

রাত সাড়ে ১২টার দিকে ট্রেন থেকে নেমে ঘারিন্দা রেলস্টেশনে অবস্থান করছিলেন তরুণী। সে সময় সিএনজিচালক দুলাল দাস তাকে ঢাকামুখী ট্রেনে তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে স্টেশনের পেছনে একটি নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে নিয়ে যাওয়া হয় স্টেশনসংলগ্ন ব্রাহ্মণকুশিয়া এলাকায় রুপু মিয়ার বাসায়। সেখানে রুপু মিয়া ও সজিব খান মিলে তরুণীকে ধর্ষণ করে।

ধর্ষণের শিকার তরুণী শনিবার ভোরে ঘারিন্দা রেলস্টেশনে ফিরে গিয়ে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানান। রেলওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল সদর থানা পুলিশকে অবহিত করে এবং যৌথ অভিযানে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, “তরুণী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x